শাহ্ মোস্তফা কামাল, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) থেকে:
বৈশ্বিক করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার মহামারী আকার ধারণ করেছে। পার্শ্ববর্তী দেশ ভারতে প্রতিদিনই পূর্বদিনের মৃত্যুর রেকর্ড ভঙ্গ হচ্ছে।
এমতবস্থায় গত একমাস যাবৎ কঠোর নিষেধাজ্ঞার অওতায় এনে লকডাউন আরোপ করেছে বাংলাদেশ সরকার। এতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ গণপরিবহন চলাচলও পুরুপুরি বন্ধ রয়েছে। দূরপাল্লার পরিবহনসহ দেশের রেল যোগাযোগও একেবারে বন্ধ রয়েছে।
দেশের জনসাধারণ জরুরী প্রয়োজনে বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয় এবং করছে। বিভিন্ন স্থানে যাতায়াতের প্রয়োজনে মানুষজন বিকল্প পন্থা অবলম্বন করছেন। ভাড়াও গুণতে হচ্ছে স্বাভাবিকের চেয়ে ৪/৫ গুণ বেশি।
৬ মে সকাল দশটায় সরজমিনে শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ বাস স্ট্যান্ডে গিয়ে দেখা যায়, একটি দুষ্ট দালালচক্র দূরপালার যাত্রীদের ভাল ও আরামদায়ক যানবাহনের প্রলোভন দেখিয়ে অ্যাম্বুলেন্সে যাতায়াতের সুব্যবস্থা করে দিচ্ছে। ওই অ্যাম্বুলেন্সের চালকও গাদাগাদি করে যাত্রী বোঝাই করছেন। অন্যদিকে পণ্য পরিবহনের স্থলে পিকআপ ভ্যানও স্বল্প পালার যাত্রী বহন কতে দেখা গেছে। এখানে নেই কোন সাস্থ্যবিধির বালাই, নেই কোন সামাজিক দূরত্বের বাধ্যবাধকতা।
ওই অ্যাম্বুলেন্সের জনৈক যাত্রীর সাথে কথা বলে জানা যায়, অনিবার্য কারনে তাকে ঢাকা যেতে হচ্ছে। কোন যানবাহন না পেয়ে বাধ্য হয়েই অ্যাম্বুলেন্সের যাত্রী হয়েছেন। তবে তাকে ভাড়া গুণতে হচ্ছে হাজার টাকা। অন্য আরেক যাত্রী জানান, বিশেষ প্রয়োজনে তিনিও ঢাকা যাচ্ছেন তবে একই অ্যাম্বুলেন্সে তার ভাড়া আটশ টাকা রাখা হচ্ছে।
ওই অ্যাম্বুলেন্সের চালক জানান, লকডউনের কারণে আয় রোজগার নাই তাই অ্যাম্বুলেন্সে যাত্রী বহনে বাধ্য হয়েছি। শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ বাস স্ট্যান্ডে থাকা দালালদেরও কোন আয় রোজগার নাই। তারাই যাত্রীর ব্যবস্থা করে দিচ্ছে বিনিময়ে যাত্রীপিছু তাদেরকে ২/৩ শ টাকা দিতে হয়। দেশের অবস্থার পরিবর্তন হলে আমাদের আর এমন কাজ করতে হবেনা।