নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় প্রান গেল ব্যবসায়ী শামীম মিয়ার (৩৮)।
জানাযায় শুক্রবার (৭ মে) সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার পুরানবাজার বটেরতল গোলচত্তর এলাকায় চুনারুঘাট থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী মোটর সাইকেলের চালক ধাক্কায় দেয় টিভিও রেডিও মেইকার ব্যবসায়ী শামীম মিয়া কে।
এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়।
সেখানে তার অবস্তার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক আহত শামীম কে মুমুর্ষ অবস্তায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সেখানে চিকিৎসাধীন অবস্তায় সন্ধ্যা সাড়ে ৬ টায় তিনি মৃত্যুবরন করেন।
নিহত শামীম উপজেলার উবাহাটা গ্রামের মোঃ রফিক মিয়ার ছেলে।
শায়েস্তাগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ তাহির মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।