বাহার উদ্দিন, লাখাই থেকে : হবিগঞ্জের লাখাই উপজেলার প্রাণকেন্দ্র খ্যাত বুল্লা বাজারে সবজি ব্যাবসায়ীদের জন্যে নির্ধারিত সব্জি সেড না থাকায় ভোগান্তি চরমে উঠেছে। তারা বাধ্য হয়ে বাজারের শাহ বায়েজিদ রোডের দুই পাশে খোলা আকাশের নীচে দোকান বসিয়ে ব্যাবসা করে আসছে।
দীর্ঘদিন যাবৎ এ বাজারের সবজি ব্যবসায়ীরা রোদ ও বৃষ্টি উপেক্ষা করে দিনরাত অবর্ণনীয় কষ্ট সহ্য করে চলেছে। কেউবা পলিথিন ও প্লাস্টিকের অস্থায়ী ছাউনি দিয়ে রোদ বৃষ্টি থেকে রক্ষা পেতে ব্যর্থ প্রয়াস চালিয়ে যাচ্ছে, তবে এতে কাজের কাজ কিছুই হচ্ছে না। কিন্তু ব্যবসায়ীদের এ দূর্ভোগ লাঘবে কোন কার্যকর প্রদক্ষেপ লক্ষনীয় নয়।
তথ্যানুসন্ধানে জানা যায়, বুল্লা বাজারের ব্যবসায়ীদের দূর্দশা লাঘবে প্রায় ১ যুগ পূর্বে হাটবাজার উন্নয়ন প্রকল্পের আওতায় চল্লিশ লক্ষাধিক টাকা ব্যয়ে বাজারের পূর্বপাশের গোপাটে মাল্টিপারপাস সেড নির্মিত হলেও তা আজও ব্যাবসায়ীদের মাঝে বরাদ্দের কোন উদ্যোগ নেওয়া হয়নি।
এছাড়া উইমেনস কর্নারসহ বিভিন্ন সেড নির্মিত হলেও তা চালু করার বিষয়ে কোন কার্যকর পদক্ষেপ লক্ষনীয় নয়। দীর্ঘদিন যাবৎ ঐসকল সেড অযত্নে অবহেলায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলেও তা চালু না করায় তা দিনদিন অকেজো হয়ে পরছে।
লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সেগুলো যথাসময়ে চালু না হওয়ায় সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। অথচ এ সেডগুলো ব্যবসায়ীদের মাঝে বরাদ্দ দিলে একদিকে যেমন ব্যবসায়ীদের ভোগান্তি কমবে অন্যদিকে সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।
এ বাজারের ব্যবসায়ীদের দূর্দশা দূরীকরণে নির্মিত সেডগুলো চালু করার জন্য সংশ্লিষ্ঠ উর্ধ্বতন মহলের আশু হস্তক্ষেপ কামনা করছে বাজারের ভুক্তভোগী ব্যবসায়ীরা।