নিজস্ব প্রতিবেদক : মানুষের উপচে পরা ভীরে করোনা ভাইরাস মোকাবেলায়, যেন নেই কোন রকম নিয়মের বালাই। ক্রেতা বিক্রেতা উভয়ই যেন তোয়াক্কাই করছেন না বিধি নিষেধ। তিন মাসের শিশু বাচ্চা নিয়ে ঘুরে ঘুরে সদাই করছেন পিতা মাতা।
কখনো কখনো মাস্ক দেখা যায়,আবার কখনো দেখা যায় না। কারো কারো মাস্ক থুতনীর নিছে ফ্যাশনে পরিনত হয়েছে।
কোমলমতি শিশুদের নিয়ে দিব্বি সদায় করছেন অভিভাবকগণ।
দেশে করোনা ভাইরাস নামে কিছু আছে, বাজার হাটে,দোকানে জনগণের অনিয়ন্ত্রিত চলা ফেরায় তা মনেই হয়নি। সকাল থেকে রাত অবদি শত শত মানুষের ভীড় আর স্বাভাবিক জীবন আচরণ দেখে মনে হয়, যেন বেঁচে থাকার চেয়ে কেনা কাটাই মুখ্য।
গতকাল শুক্রবার ও আজ শনিবার দুদিন ঘুরে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর ইন্ডাসট্রিয়াল পার্ক এরিয়া,সুতাং বাজার এলাকা,বাছিরগঞ্জ বজার,ড্রাইভার বাজার,দাউদনগর বাজার,পুরান বাজার এই চিত্র চোখে পড়ে।
একই সাথে গণ পরিবহনের অনিয়ন্ত্রিত যাত্রি পরিবহন, পার্কিং এর কারণে জানজট তীব্রভাবে পরিলক্ষিত হয়েছে। এ ব্যাপারে টমটম,অটোরিক্সা, রিক্সা, ভ্যানগাড়ি,লাইটেস এর অযাচিত ও অপরিকল্পিত চলাচলের ব্যাপারে সংশ্লিষ্টদের প্রশ্ন করা হলে কোন রকম সদুত্তোর পাওয়া যায়নি।
এক কাপড় ব্যবসায়ী কে দোকানে বেঁচা- কেনায় বিধি নিষেধ ও নিয়মের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন- ঈদ তো, তাই ইচ্ছে থাকলেও সম্ভব হচ্ছে না। হ্যান্ড স্যানিটাইজের প্রশ্ন করা হলে বলেন গ্রাহক বিষয়টিকে সহজ ভাবে নেয় না। বরং গ্রাহক মাইন্ড করে।
শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম শিবলু কে এব্যাপারে জিঞ্জাসা করলে তিনি বলেন -আমরা যথা সাধ্য চেষ্টা করছি, যেন নিয়ম মেনে ব্যবসা করা যায়। ঈদের কারণে মানুষের উপস্থিতি বেশি হওয়ায় কিছুটা ব্যতিক্রম হচ্ছে।
শায়েস্তাগঞ্জ উপজেলা নাগরিক কমিটির যুগ্ম সম্পাদক অসিত রঞ্জন দাশ বলেন এভাবে মানুষের উপস্থিতি থাকলে শায়েস্তাগঞ্জ বাসী ভয়াবহ করুণ পরিনতি বরণ করতে হতে পারে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে প্রশাসন কে কঠোর হওয়া ছাড়া আর কোন পথ নেই বলে আমি মনে করি।