সৈয়দ হাবিবুর রহমান ডিউক, শায়েস্তাগঞ্জ :
গেল বছর থেকে দেশে শুরু হয়েছিল করোনা মহামারী, এখনও এর ভয়াবহতা চলছেই। করোনা ভাইরাস অনেক মানুষের জীবন ওলট-পালট করে দিয়েছে। কেউ নিজে প্রাণ হারিয়েছেন, কেউ বা আক্রান্ত হয়ে নিজের সর্বস্ব হারিয়ে সুস্থ হয়েছেন। কত মায়ের বুক খালি হয়েছে, কত সন্তান হারিয়েছে তার অভিবাবককে, পরিবার হারিয়েছে কর্তাদের। এত কিছুর পর ও কান্ত হয়নি এই ভাইরাস। এই করোনার কারণে দেশে বেড়েছে দারিদ্রতা, পেশা পাল্টাতে হয়েছে অগণিত মানুষকে।
দলে দলে প্রবাস থেকে কর্মহীন হয়ে দেশে ফিরে এসেছেন রেমিট্যান্স যোদ্ধারাও। দেশে এসে কেউ কেউ দিশেহারা হয়ে পড়েছেন, বেকারত্ব তাদের গ্রাস করেছে, আর কেউ বা নিজের চেষ্টায় কিছু করার চেষ্টা করে চলেছেন। তেমনি একজন যুবক শায়েস্তাগঞ্জের নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রামের মো. নয়ন মিয়া।তিনি সুরাবই গ্রামের মৃত আজাদুল ইসলামের ছেলে। নয়ন মিয়ারা ৪ ভাই দুই বোন, উনি তাদের মধ্যে তৃতীয়।
তিনি ২০১৪ সালে জীবীকার তাগিদে দেশ ছেড়ে পাড়ি জমান ওমানে। তিনি ওমানে প্রায় ৬বছর কাজ করেছেন। গেল ২০২০ সালের মার্চ মাসে তিনি তিন মাসের ছুটিতে দেশে এসেছিলেন। এরই মাঝে শুরু হয়ে যায় করোনার তান্ডব। তিন মাসের ছুটি শেষ হলে ও ফ্লাইট জটিলতায় ফিরতে পারেন নি প্রবাসে। এরই মাঝে শেষ হয়ে যায় ভিসা ও টিকেটের মেয়াদ, হতাশায় নিমজ্জিত হয়ে পড়েন নয়ন মিয়া। বিদেশ যেতে না পারায় কোম্পানির কাছে পাওনা ৪ লক্ষ টাকা ও তার গচ্ছা গেছে।
দেশে কি করবেন এই ভাবনায় চলে গেছে অনেক মাস। পরে অনেক চিন্তা ভাবনা করে নিজের জমিতেই ৪ শতক জায়গার উপর গড়ে তুলেন একটি পোল্ট্রি খামার। এই খামারে দিতে ও তাকে ধারদেনা করে প্রায় ৫ লাখ টাকা ইনভেস্ট করতে হয়েছে। বর্তমানে এই খামার থেকে ১০-১৫ হাজার টাকা লাভ আসে, এতে করে কোনরকমভাবে চলে যাচ্ছে তার সংসার।
সরেজমিনে দেখা যায়, তার খামারে বর্তমানে ১১০০ বাচ্চা রয়েছে, যাদের বয়স ৯ দিন। বর্তমানে তাদের ওজন রয়েছে ২০০ গ্রাম। নয়ন মিয়া জানান, একদিনের বাচ্চা ৪৭ টাকা দরে কিনে রেখেছেন, এর মাঝে ৭ টি বাচ্চা মারা গেছে। এই বাচ্চাদের বয়স ৩৪ দিন হলে এদের ওজন ২কেজি হয়ে যাবে৷ তখন ১১৫ টাকা কেজিতে পাইকারি বিক্রি করে দিবেন। ১১০০ বাচ্চা বড় করে বিক্রির উপযোগী করতে ৭০ বস্তা ব্রয়লার ফিড খাওয়াতে হবে, যা প্রতি বস্তা খাদ্যের দাম ২৩০০ টাকা। নয়ন মিয়া আরো জানান, সবকিছু ঠিকঠাক থাকলে এই চালানে ও ১৫-২০ হাজার টাকা লাভ হবে। তবে নয়ন মিয়ার ইচ্ছা খামার আরো বড় করবেন। কিন্তু কোন ধরনের সরকারি ঋণ বা, সহায়তা পাচ্ছেন না।
তিনি আশা করছেন কোন সহযোগিতা পেলে আগামী বছরের দিকে এই খামারকেই আরো বড় করবেন। নয়ন মিয়া বলেন, বেকার হলেত কেউ এক টাকা দিবেনা, নিজে পরিশ্রম করি, সারাদিন নিজেই খামার দেখাশোনা করি, খামার আরো বড় করতে পারলে তিনি লাভবান হবেন।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রমাপদ দে জানান, প্রবাসী উদোক্তা হিসেবে উনি ব্যাংক থেকে ঋণ পেতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করা হলে আমরা উনাকে সহযোগিতা করার চেষ্টা করব। যেহেতু উনি খামার দিয়েছেন, উনি যদি উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরে এসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে উনার খামারের নিবন্ধন করেন, তাহলে ব্যাংক থেকে সহজেই লোন পাবেন।