বাহার উদ্দিন, লাখাই থেকে : হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির আওতায় প্রধান মন্ত্রীর পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রবিবার (০৯ মে) দুপুর ১২ টায় ইউনিয়ন পরিষদের অফিস প্রাঙ্গনে ৫০০ জন অসচ্ছল নারী-পুরুষের মাঝে ৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, মুড়িয়াউক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই, উপজেলা সমবায় অফিসার ইসমাঈল তালুকদার রাহি, ইউপি সদস্য আবদুল কাদির, লাখাই অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান শাহীন মোল্লা প্রমুখ।
উল্লেখ্য, গতবছরে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছিল। কিন্তু এমন অনেক বয়স্ক মানুষ আছেন যাদের ১০ কেজি চাল হাতে করে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে খুবই কষ্টদায়ক হয়ে পড়ে। এ বিষয়টি চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ১০ কেজি চালের পরিবর্তে নগদ অর্থ হাতে তুলে দিতে সিদ্ধান্ত গ্রহন করেছেন।