বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে দ্রুতগামী ট্রাক চাপায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুটিজুরী নামক স্থানের রাবার সাইন বোর্ড এলাকায় পানিউমদা থেকে পুটিজুরী গামি সিএনজিটিকে ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক সামনের দিকে সরাসরি চাপা দিলে ঘটনাস্থলেই পুটিজুরীর গাজীপুর গ্রামের মৃত আকল মিয়ার পূত্র এখলাছ মিয়া (৪৫) নিহত হন।
এছাড়া গুরুতর আহত সিএনজির যাত্রি নবীগঞ্জের বড়চর গ্রামের ছাউ মিয়ার পূত্র আজিদ মিয়া (২৫) ও সিএনজির চালককে সিলেট মেডিকেলে ভর্তি করা হয়েছে।
ঘাতক ট্রাকটি স্থানীয় জনতা পানিউমদা বাজারে আটক করেছে।