দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগ ও ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) এর সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল বারিক এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের যৌথ উদ্যোগে আয়োজিত শোকসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক।
বিশেষ অতিথি ছিলেন সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল। শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি ছালেক মিয়ার সভাপতিত্বে এবং ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, সদর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিতার আহমেদ, তাহির মিয়া, মরহুম আব্দুল বারিকের সন্তান শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগ সভাপতি মোঃ আব্দুল মুকিত, শ্রমিক লীগ নেতা হারুন অর রশিদ ও ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিতু আহমেদ মাখনসহ নেতৃবৃন্দ।