সৈয়দ হাবিবুর রহমান ডিউক, শায়েস্তাগঞ্জ : শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নে দুর্বত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেল লিটন মিয়ার স্বপ্ন।
জানা যায়, সোমবার রাত আনুমানিক ২ টার দিকে ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উলুহর পুর্ব পাড়ার ভিতরের একটি গোডাউনে কে বা কারা ক্ষোভের বশবর্তী হয়ে আগুন লাগিয়ে দেয়। লিটন মিয়ার অভিযোগ মতে তার গোডাউনে দেড় লক্ষ টাকার মালামাল ছিল।
গোডাউনের পাশেই তার আরেকটি দোকান রয়েছে। এই দোকানের ভেতরে তিনি রাতের বেলা পরিবার নিয়ে থাকেন। গভীর রাতে আগুনের পোড়া গন্ধে তারা সজাগ হয়ে দেখেন পাশের গোডাউনে আগুনে জ্বলছে, পরে তারা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। গোডাউনে আগুন নেভানোর পর তারা দেখতে পান পাশে একটি পেট্রোল এর বোতল রয়েছে, এতে করে তারা নিশ্চিত হন যে, কেউ হয়ত ক্ষোভের বশবর্তী হয়ে তার গোডাউনে আগুন লাগিয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণডুরা ইউনিয়নের চেয়ারম্যান হোসাইন আদিল জজ মিয়া জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক, আমি খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব জানান, আমাকে এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান মৌখিকভাবে জানিয়েছেন, আমি বিষয়টি খতিয়ে দেখছি।