সৈয়দ হাবিবুর রহমান ডিউক, শায়েস্তাগঞ্জ ” করোনাভাইরাস মহামারীর সময়ে গতবারের ন্যায় এবার ও শায়েস্তাগঞ্জবাসীর ঈদুল ফিতর অনেকটাই ঢিলেঢালা ভাবে কেটেছে। টানা লকডাউনে সাধারণ মানুষ মানবিকভাবেই কাটিয়েছেন ঈদ। তবুও সাধ্যের মধ্যে সবাই তাদের ঈদের আনন্দ আত্নীয় স্বজন ও পরিবার পরিজনদের মাঝে ভাগ করে নিয়েছেন।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদযাপনে স্বাভাবিক আনন্দ করতে দেখা যায়নি। ঈদের নামাজ সবাই এবার ও ঈদগাহে না পড়ে আদায় করেছেন মসজিদে।ঈদ নামাজের পর এবার কোলাকুলি করতে ও দেখা যায়নি মুসল্লীদের। এবার ঈদে মানুষজন করোনা ঠেকাতে আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরতে যাননি।
একদিকে যান চলাচল সীমিত ছিল, অন্যদিকে ছোট যান চলাচল করলে ও ভাড়া গুনতে হয়েছে দ্বিগুণ। যারা আর্থিকভাবে স্বাবলম্বী তারাই কেবল ঈদের নতুন জামা কাপড় কিনেছেন। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষজন সবাই ফিরতে পারেন নি তাদের নিজ বাড়িতে। অনেককেই পরিবার পরিজনদেরকে ছাড়াই ঈদুল ফিতর উদযাপন করতে হয়েছে।
শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের বাসিন্দা সৈয়দ উজ্জ্বল আহমেদ নরসিংদীর একটি কোম্পানিতে প্রাইভেট জব করেন, তিনি ঈদের নামাজের পর ব্যক্তিগত গাড়ি নিয়ে বাড়িতে এসে ঈদ পালন করেছেন। উপজেলার শায়েস্তাগঞ্জের বাসিন্দা দুলাল মিয়া সিলেটের একটি ব্যাংকে চাকুরী করেন। তিনি জানান, দ্বিগুণ ভাড়ার কারণে নিজের বাড়িতে পরিবার নিয়ে আসেন নি, সিলেটেই পালন করতে হয়েছে ঈদ।
তবে, ঈদের পরের দিন থেকে উপজেলার তরুণদেরকে বাইক নিয়ে বন্ধুদের সাথে নানা স্থানে ঘুরে ঘুরে ঈদের আনন্দ ভাগ করতে দেখা গেছে।
উপজেলার সাধারণ মানুষের কপালে ছিল ভাজ, নানা অর্থ কষ্টের কারণে তাদের ঈদ আনন্দে ভাটা পড়েছে। সরকারি বিধিনিষেদকে এড়িয়ে তাদের চোখে মুখে ছিল জীবন বাচানোর জন্যই সংগ্রাম।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন রুমি জানান, এবারের ঈদ কেটেছে অনেকটাই ফ্যাকাশে। ঈদ আসে প্রাণ ভরে নিঃশ্বাস নিব, কোলাকুলি করব, একে অন্যের সাথে হাত মেলাব, সেটা হয়ে উঠেনি। বরং একে অন্যের কাছ থেকে এড়িয়ে চলার জন্য নানা কৌশল অবলম্বন করতে হয়েছে।
এভাবেই কেটেছে শায়েস্তাগঞ্জ উপজেলাবাসীর ঈদুল ফিতর। তবে, করোনা ভাইরাস ঠেকাতে স্বাস্থ্যবিধি কেউ কেউ মেনেছেন, কেউ কেউ পরোয়াই করেন নি।