সৌদিআরব প্রতিনিধি : সৌদি আরব মঙ্গলবার মাদক চোরাচালান মামলায় মৃত্যু দণ্ডপ্রাপ্ত এক আসামির শিরশ্ছেদ করেছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি নাগরিক রাবি আল-সাইয়ারি’র সৌদি আরবে মাদক চোরাচালানের চেষ্টার দায়ে মৃত্যুদণ্ড হয়েছিল।
এএফপির হিসেব মতে, এ নিয়ে চলতি বছর সৌদি আরবে ৮০ জনের শিরশ্ছেদ করা হলো। গত বছর দেশটিতে মোট ৮৭ জনের শিরশ্ছেদ করা হয়। রাষ্ট্রাত্ত সৌদি প্রেস এজেন্সি প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, তাকে ইয়েমেন সীমান্তবর্তী নাজরান জেলায় শিরশ্ছেদ করা হয়।
এমনেস্টি ইন্টারন্যাশনালের হিসেব মতে সৌদি আরব ২০১৪ সালে বিশ্বের তিন শীর্ষ মৃত্যুদণ্ড বাস্তবায়নকারী দেশের অন্যতম।