বাহার উদ্দিন, লাখাই থেকে : হবিগঞ্জের লাখাই উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত ২০২০-২১ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় গোলশা-পাবদা-পাঙাস ও কার্প জাতীয় মাছের মিশ্র চাষ বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
গতকাল সোমবার (২৪ মে) উপজেলার কাটিহারা নামক এলাকায় মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মিশ্র চাষ চলমান পুকুর সংলগ্ন স্থানে মিশ্র চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময় পুকুরে পাবদা ও কার্প জাতীয় মাছের মিশ্র চাষের সরেজমিন পর্যবেক্ষণ করা হয়। পাবদার গ্রোথ ভালো হয়েছে মর্মে প্রতীয়মাণ হয়।
লাখাই উপজেলায় সম্ভবত প্রথমবারের মতো পাবদার সরাসরি চাষ হচ্ছে এবং মৎস্যচাষী এই মাছ চাষ করার ফলে তার লাভ হবে বলেই আশাবাদ ব্যক্ত করেছেন।
প্রশিক্ষণ শেষে জেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক একজন মহিলা মৎস্যচাষীকে দশ বস্তা মাছের খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন আরাফাত রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার ও তার সঙ্গীয় টীম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।