বদরুল আলম চৌধুরী,নবীগঞ্জ থেকে : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার প্রতিটি হাট বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে এ্যানার্জি ড্রিংকের নামে যৌন উওেজক পানীয় ড্রিংকস।
নবীগঞ্জের অন্তর্ভুক্ত প্রতিটি বাজারের দিকে লক্ষ করলে দেখা যায় কি ভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে এসব নেশা দ্রব্য। তুমি যে আমার, জিনসিং, হিট ম্যান,হট পাওয়ার,ফিলিংস, এসব নামগুলো যখন বলছি তখন হয়তো মনে হচ্ছে।
বাংলা ছায়াছবির ও নাটক এর কোনো দৃশ্য কতা বলতেছি। কিন্তু এসব কথিত এ্যানার্জি ড্রিংকসের নাম।নবীগঞ্জ সহ কাজীর বাজার, ইনাতগঞ্জ, বান্দের বাজার হাট বাজারে লাভজনক এসব পানীয়তে মোড়কের উওেজক ছবি আর নাম দেখে যুবক -তরুণরা আকৃষ্ট হয়ে এগুলো পান করে স্থায়ীভাবে যৌন ক্ষমতা হারানোসহ আছে মৃত্যুর ঝুঁকিও।
হাট বাজারের মুদি দোকান ও অনুমোদনহীন ঔষুধের দোকানে এবং হোটেল, রেস্টুরেন্ট গুলোতে প্রকাশ্যে বিক্রি হচ্ছে এই যৌন উওেজক পানীয় ড্রিংকস। ফলে হুমকির মুখে জনস্বাস্থ্য। অথচ পুলিশ প্রশাসন দেখেও না দেখার ভান করতেছে নিচ্ছে না কোনো ব্যবস্থা।
এমনকি ঔষুধের দোকানে এসব যৌন উওেজক পানীয় দ্রব্য বিক্রি করতেছে জানাযায়। তবে অভিভাবক ও সচেতন মহল এসব যৌন উওেজক পানীয় নিষিদ্ধ ও বাজারজাত বন্ধ করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।