লাখাই প্রতিনিধিঃ ‘পুষ্টি, মেধা, দরিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন ‘এই প্রতিপাদ্য নিয়ে স্বাস্হ্য বিধি মেনে লাখাইয়ে দিনব্যাপী প্রাণিসম্পদ মেলায় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ৫ জুন) উপজেলা পরিষদ হেলিপ্যাড মাঠে কালাউকে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় ও আলোচনা সভা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ আবু হানিফ এর সঞ্চালনায় এতে কুরআন তেলাওয়াত করেন কৃষিবিদ মোঃ সুমন মিয়া ও গীতা পাঠ কাজল বাবু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা ও উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার শাহাদাত হোসেন, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম,খামারীদের মাঝে সুহেল মিয়া,শামসুল আলম বিপ্লব, মনিরা বেগম,ফেরদৌস মিয়া,আরব আলী।উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ শাহজাহান মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ মোল্লা প্রমুখ।
‘ প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’ এর সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলাতে উন্নত জাতের গাভী, বকনা ও বাছুর,ষাঁড়,ঘোড়া,ছাগল, ভেড়া, কবুতর,খরগোশ ইত্যাদি।তিনটি ক্যাটাগরিতে ৯ টি পুরস্কার, বিশেষ পুরস্কার ১ টি, স্টল ৩০ টি,সনদ পএ ৩০ জনকে প্রদান করা হয়। প্রদর্শনী মেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।