লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে শুরু হতে যাচ্ছে জাতীয় ভূমি সেবা সপ্তাহ।
জাতীয় ভূমি সেবা সপ্তাহ-২০২১ এর সেবা কার্যক্রম (০৬ -১০ জুন) অব্যাহত থাকবে।
আগামীকাল রবিবার ০৬ জুন থেকে ১০ জুন ২০২১ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সপ্তাহব্যাপী চলবে ভূমি সেবা সপ্তাহ-২০২১।
এতে প্রাধান্য দেয়া হবে ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য সকল ভূমি মালিকের রেজিস্ট্রেশন করা।
এছাড়া সেবা সপ্তাহ চলাকালীন সময়ে ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, ভিপি বন্দোবস্ত নবায়ন কার্যক্রম, নামজারির ডিসিআর ও খতিয়ান প্রদান, নামজারি জমাভাগ/ জমা একত্রিকরণ ফিস ১,১৭০ টাকা গ্রহণ ও মিসকেস/ রিভিউ মামলার আবেদন গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা।
তিনি আরো জানান, সরকার ভূমি উন্নয়ন কর (ভূমি খাজনা) ব্যবস্থাপনা ডিজিটাল করার কার্যক্রম শুরু করেছে এবং সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৩০ জুন ২০২১ এর পর থেকে প্রচলিত (ম্যানুয়াল) পদ্ধতিতে আর ভূমি উন্নয়ন কর আদায় করা হবে না। তাই এর পরিবর্তে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় করা হবে।