মাধবপুর থেকে সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুরে এক মাদক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ রায় প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা যায়-গোপন সূত্রে খবর পেয়ে থানার এএসআই আনিসুর রহমান মঙ্গলবার রাত প্রায় ৮টার দিকে ওই হোটেলে অভিযান চালিয়ে ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ হান্নান মিয়া (৪০)কে আটক করে।
এসময় তার কাছে রক্ষিত ব্যাগ তল্লাশী করে ১০ পিস ইয়াবা জব্দ করে। বুধবার দুপুরে আটককৃত হান্নানকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে তিনি এ রায় দেন। পরে তার আতœীয়-স্বজনরা জরিমানার টাকা পরিশোধ করলে পুলিশ তাকে মুক্ত করে দেন।