ডেস্ক : মাটির নিচে কবর দেওয়ার ৮ দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে ১ মাস বয়সী একটি শিশুকে। চিনের টিয়ানডং এ একটি কার্ডবোর্ডের বাক্সে করে ওই শিশুকে জীবিত দাফন করা হয়। খবর ডেইলি মিররের।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, লু ফেংলিয়ান নামে এক নারী ওই শিশুর মৃদু কান্নার শব্দ শুনার পর শিশুটিকে উদ্ধার করা হয়। চীনের সায়ত্ত্বশাসিত গুয়াংঝি ঝুয়াং রাজ্যের টিয়ানডং কাউন্টি থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
লু ফেংলিয়ান একটি বৌদ্ধ মন্দিরের কাছে ওই শিশুটির কান্নার শব্দ শুনতে পান। কান্না শুনার পর তিনি মন্দিরের সন্ন্যাসী ঝাও শিমিনকে বিষয়টি জানান। পরবর্তীতে সন্ন্যাসী পুলিশের সহয়তায় ওই শিশুকে কবর থেকে কম্বল দিয়ে ঢাকা অবস্থায় জীবিত উদ্ধার করেন।
চিকিৎসকরা ধারণা করছেন শিশুটিকে ৫ সেন্টিমিটার মাটির নিচে পুতে রাখা হয়েছিল। কার্ডবোর্ডের বাক্সে ফাঁকা থাকায় শিশুটি জীবিত ছিল বলে ধারণা করছেন তারা।
ধারণা করা হচ্ছে শিশুটির ঠোঁটে ছিদ্র থাকায় তার বাবা-মা তাকে ফেলে রেখে যান। পুলিশ ওই ববা-মাকে আটক করেছে।
বর্তমানে শিশুটির অবস্থা ভাল আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।