বাহার উদ্দিন, লাখাই থেকে : হবিগঞ্জের লাখাইয়ে ভূমি সেবা সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৭ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় ভূমি উন্নয়ন কর অনলাইনে ডাটা এন্ট্রি কার্যক্রম তরান্বিত করার লক্ষ্যে আউটসোর্সিংয়ে আগ্রহীদের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন আরাফাত রানা।
আলোচনা সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ শাহাদাৎ হোসেন। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার দে, বুল্লা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা অরুণ চন্দ্র পাল, সাংবাদিক মহসিন সাদেক প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশিষ দাস গুপ্ত, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ বিজয়, বুল্লা ও বামৈ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাগন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণ ও আউটসোর্সিংয়ে কাজ করতে আগ্রহী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া উপজেলার প্রায় ৪৭ জন শিক্ষার্থী এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।