নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে খোয়াই নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে আব্দুর রাজ্জাক (৩৪) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ জুন) উপজেলার আলাপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোঃ মিনহাজুল ইসলাম।
এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ৪০ ফুট হোসপাইপ জব্দ ও ৩০ ফুট প্লাস্টিকের পাইপ বিনষ্ট করা হয়।
অভিযুক্ত আব্দুর রাজ্জাক হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার হাতুন্ডা গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, খোয়াই নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সার্বিক সহযোগিতা করে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ।