সৈয়দ সালিক আহমেদ : হবিগঞ্জে তথ্য ভিত্তিক বিকেন্দ্রিকরণ বিষয়ক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৬জুন) সকাল ১০টায় জেলা সদর হাসপাতাল কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমান।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্দোগে এবং ইউএসএআইডি-র অর্থায়নে মামনি এমএনসিএস প্রকল্পের সহায়তায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর হাসপাতাল সুপার ডাঃ হেলাল উদ্দিন, গাইনী বিশেষজ্ঞ ডাঃ আরশেদ আলী, শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ আশরাফ উদ্দিন, মেডিকেল অফিসার (ক্লিনিক) ডাঃ আকলিমা তাহেরী, সেইভ দা চিলড্রেন এর জেলা ব্যবস্থাপক রওশন আরা বেগম, ম্যানেজার এমআইএস শাকিল আহমেদ খান, সীমান্তিক হবিগঞ্জ জেলা সমন্বয়কারী দিলীপ চন্দ্র দাস প্রমুখ।
এসময় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের ডাক্তার, নার্স এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ডাক্তার, নার্স এবং অন্যান্য স্টাফদের সমন্বয়ে আগামী ১বছরের জন্য কর্মপরিকল্পনা তৈরী করেন, যাতে করে স্বাস্থ্য সেবার মান আরো উন্নয়ন করা যায়।