নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর থেকে ৪ কেজি গাঁজাসহ শরীফ মোল্ল্যা (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগরের টুক চাঁনপুর এলাকার ইয়াকুব মোল্ল্যার ছেলে।
বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে র্যাব-৯ এর এএসপি ওবাইন এসব তথ্য জানান।
বুধবার (১৬ জুন) বেলা সাড়ে ১১ টায় শায়েস্তাগঞ্জের অলিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।