বাহার উদ্দিন,লাখাই থেকে : হবিগঞ্জের লাখাইয়ে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম এর ২য় পর্যায়ের শুভ উদ্ভোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (২০ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উদ্ভোধনী অনুষ্টানে লাখাই উপজেলা প্রশাসনের যুক্ত হওয়া কার্যক্রম লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মাদ জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, বুল্লা ইউপি চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন ভেনু।
উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ইয়াছিন আরাফাত রানার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্টানে বক্তব্য রাখেন লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এল.জি.ই.ডি এর প্রকৌশলী শাহ আলম, সহকারী মৎস্য অফিসার বোরহান উদ্দিন, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন, সাংবাদিক ফোরাম সভাপতি সুশীল চন্দ্র দাস, অনলাইন প্রেসক্লাব সভাপতি আাতাউর রহমান ইমরান, রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক বিল্লাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, প্রেসক্লাব সাধারন সম্পাদক আশীষ দাস গুপ্ত, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ বিজয়, রিপোর্টাস ইউনিটির সহ সভাপতি ছায়েদুর রহমান, আব্দুল ওয়াহেদ, তৌহিদ মোল্লা প্রমুখ।
উল্লেখ্য, দ্বিতীয় পর্যায়ের ৭ টি ঘর সহ মোট ৮৪ টি ঘর উপহার পেয়েছে লাখাই উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবার।