নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ইলেক্টিশিয়ান আল আমিনের (২৫)।
জানাযায় রবিবার(২০ জুন) দুপুরে শায়েস্তাগঞ্জের পাশ্ববর্তী উলুকান্দি গ্রামে বিদ্যূতের কাজ করতে যায় ইলেক্টিশিয়ান আল আমিন। এ সময় অসাবধানবশত বিদ্যুত স্পৃষ্ট হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্তায় হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়। পথিমধ্যেই সে মারা যায়।
নিহত আল আমিন শায়েস্তাগঞ্জ পৌর এলাকার উবাহাটা গ্রামের মৃত আব্দুর নুরুরের ছেলে।