হৃদয় এস এম শাহ্-আলম, মাধবপুর থেকে :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের মধ্যে পল্লী উন্নয়ন বোর্ড মহিলা উন্নয়নে অনু বিভাগের তহবিল থেকে সহজ শর্তে গরু মোটাতাজা করণের উদ্দেশ্যে ৪৬ জনকে স্বল্পসুদে সর্বমোট ১৬ লক্ষ,৫৫ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে।
ঋণ বিতরণে সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা। ২১ জুন ২০২১ রোজ সোমবার সকালে সময় মাধবপুর পল্লী উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বৈশ্বিক মহামারী কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ৮ শতাংশ সরল সেবা মূল্যে ১ বছর মেয়াদে এই ঋণ বিতরণ করা হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল ফয়সল চৌধুরী, কেন্দ্রীয় সমিতির সভাপতি ফজলুর রহমান শাহ, মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান সহ অন্যানরা উপস্থিত ছিলেন।