স্টাফ রিপোর্টার : দ্রুত বকেয়া ভাতা প্রদানের দাবিতে ডিপিএড ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রশিক্ষাণার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
বুধবার দুপুরে হবিগঞ্জ প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিউিটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা যুবায়ের আহমেদ আত্ তাহেরী, খন্দকার সোহেল, তাসলিমা আক্তার প্রমূখ।
বক্তারা বলেন, সরকারের নির্দেশনা মেনে তঁারা জীবনের ঝঁুকি নিয়ে অনলাইন ক্লাস পরিচালনা করে যাচ্ছেন। ক্লাস পরিচালনা করতে গিয়ে তঁারা নিজের পকেটের টাকা খরচ করছেন। কিন্তু গত এক বছর ধরে তঁাদের সম্মানী ভাতা আটকে রাখা হয়েছে। বিভিন্ন ভাবে মানুষ গড়ার কারিগর শিক্ষকদেরকে বঞ্চিত করা হচ্ছে। তঁারা অবিলম্বে বকেয়া ভাতা প্রদানে সংশ্লিষ্ট কর্তপক্ষের প্রতি আহবান জানান। অন্যতায় পরীক্ষা বর্জনসহ কঠোর কর্মসূচির ঘোষণা দেন।
পরে পিটিআই’র সুপারিনটেনডেন্ট রৌশনারা বেগম ও জেলা প্রশাসক ইশরাত জাহানের কাছে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা।