নবীগঞ্জে গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউ.কে’র উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকালে শহরের ওমর ফারুক মসজিদ প্রাঙ্গনে দারিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। লন্ডন প্রবাসী তোহা আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং অলিউর রহমান অলির পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী। বিশেষে অতিথি ছিলেন প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফু, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, প্রেস ক্লাব সভাপতি এটিএম সালাম, লন্ডন প্রবাসী শাহ গোলাম মোর্শেদ, জাতীয় পার্টির ( কাজী জাফর) সভাপতি কমান্ডার এমএ খালেক প্রমূখ। অনুষ্টানে প্রায় কয়েক শতাধিক দারিদ্র মানুষদের মধ্যে বিভিন্ন ধরনের বস্ত্র বিতরণ করা হয়েছে।