সৈয়দ হাবিবুর রহমান ডিউক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুটি রেস্টুরেন্টসহ ৩টি প্রতিষ্ঠানে ৬ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট।
সোমবার (২৮ জুন) বিকাল সাড়ে ৪টা থেকে তিন ঘন্টাব্যাপী র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্প ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে নেতৃত্ব দেন, লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হোসেন ও সিনিয়র এএসপি এ.কে.এম কামরুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুল ইসলাম।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ১৮৬০ এর ১৮৮/২৬৯ ধারা অনুযায়ী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা আব্দুল আহাদকে ৩ হাজার টাকা, শাকভাত হোটেলকে ২ হাজার টাকা ও শেরাটন হোটেলকে ১ হাজার টাকাসহ মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি ওবাইন।