দিদার এলাহী সাজু: হবিগঞ্জের বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুনাঈদ মিয়া (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার গুহারুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জুনাঈদ মিয়া ওই গ্রামের শিশু মিয়ার পুত্র।
জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশে আম পাড়ার জন্য একটি গাছে উঠলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
তাৎক্ষনিক বাহুবল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উল্লেখ্য, জুনাঈদ দীর্ঘদিন ধরে ঢাকার একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিল। বৃহস্পতিবার (১৪ মে) সে তার নিজ গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্ধোধনের খবর পেয়ে বাড়িতে আসে।