রুবেল, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় গত ২ জুলাই দিবাগত রাত ১ টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ ওসি গোলাম মোস্তফার নেতৃত্বে একদল পুলিশ শাহজাহানপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা বনগাঁও থেকে ১০ কেজি গাঁজা সহ তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃরা হল,দক্ষিন বেজুড়া গ্রামের মালেক মিয়ার ছেলে মাসুক মিয়া (২৭),বনগাও গ্রামের আঃ বারীর ছেলে লতিফ মিয়া (৩৫) ও একই গ্রামের মস্তু মিয়ার ছেলে আবেদ আলী(৩০)।
তেলিয়াপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ ওসি গোলাম মোস্তফা বলেন,তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।