সৈয়দ সালিক আহমেদ : করোনা ভাইরাসজনিত কারণে ক্ষতিগ্রস্থ ও দুস্থদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জে ক্ষতিগ্রস্থ ও দুস্থদের মাঝে চাল, তেল ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার (৭জুলাই) সকালে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।
জেলা প্রশাসক (রুটিন দায়িত্বে) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরীর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাবিবুর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর শাহ জহুরুল হোসেন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে ৪৮ জন ক্ষতিগ্রস্থ ও দুস্থদের প্রত্যেককে ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম সুজি প্রদান করা হয়।