মাধবপুর প্রতিনিধি : ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোঃ খায়রুল বাশার বুধবার হবিগঞ্জে মাধবপুর উপজেলার সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেন।
করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে চলমান লকডাউনে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর কার্যক্রম সরাসরি পরিদর্শন করেছেন জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোঃ খায়রুল বাশার ।
বুধবার তিনি হবিগঞ্জে জেলার মাধবপুর উপজেলায় সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্তব্যরত সেনা সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
জিওসি মেজর জেনারেল হাসনাত এলাকায় চলমান সেনাবাহিনী, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও কার্যক্রম প্রত্যক্ষ করে সন্তুষ্টি প্রকাশ করেন।
বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল মেহেদী আল মাহমুদ, লেফটেন্যান্ট ইমাম, এ সময় ১৭ পদাতিক ডিভিশন মেজর জেনারেল হাসনাত সঙ্গে ছিলেন ।
এছাড়া পৌরসভা মেয়র মোঃ হাবিবুর রহমান মানিক,মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ মঈনুল ইসলাম মঈন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন, থানার ডিউটি অফিসার, এ সময় জিওসি মেজর জেনারেল হাসনাত সাথে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ও উনি সার্বিক খোঁজ খবর নেন।
টহলের পাশাপাশি সেনাবাহিনী করোনাভাইরাস মহামারীতে মাধবপুরে ক্ষতিগ্রস্ত দুঃস্থ পরিবারগুলোর মধ্যে নিজস্ব তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করতেছেন।