রুবেল, মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলা বুল্লা গ্রামে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত শিশু মোঃ মুসাব্বির মিয়াকে চিকিৎসার জন্য নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
বুধবার ৭ জুলাই দুপুরে আহত শিশুর পিতা দরিদ্র রিক্সাচালক মোঃ আলা উদ্দিন মিয়ার বাড়িতে গিয়ে টাকা হস্তান্তর করা হয়।
আহত মুসাব্বির মিয়া ‘সিলেট ইবনে সিনা’ আইসিউতে ভর্তি আছে অবস্থায় টাকা পয়সার অভাবে চিকিৎসা নিতে পারছিল না। বুল্লা গ্রামের ছেলে মোঃ কাদির হোসেন জুয়েল রানা এমন একটি স্ট্যাটাস ফেইসবুকে শেয়ার করলে রামপুর গ্রামের মোঃ কাজী সায়েম মিয়ার নজরে আসলে তিনি খবর নিয়ে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায়। এবং গ্রামের অনেক লোকজন কে নিয়ে নগদ ৫০ হাজার টাকা প্রদান করে।
এ সময় উপস্থিত ছিলেন বুল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাজউদ্দিন আহমেদ টেনু, কাদির হোসেন জুয়েল, শেখ শামসুল হক, শামসুদ্দিন সামসু, আব্বাস উদ্দিন , ইয়াসিন, কাজী শাহ আলম, কাজী কাজল সহ আরো অনেকে।