বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ থানা পুলিশ গতকাল শনিবার বিকেলে তিন বছরের সাঁজাপ্রাপ্ত আসামি সেলিম আহমদকে গ্রেফতার করেছে। সে উপজেলার ধনপুর গ্রামের মৃত আবদুল গফুরের ওরফে পুত্র।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার ওসি. রফিকুল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে সাঁজাপ্রাপ্ত আসামিকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। রোববার তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।