বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়েছে খবর পাওয়া গেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের গুমরাকুল গ্রামের প্রবাসী আলা উদ্দিনের বাড়িতে এঘটনা ঘটে।
এসময় ডাকাতদের হামলায় প্রবাসীর স্ত্রী ও ভাই আহত হন। আহতরা হলেন প্রবাসীর স্ত্রী রুশনা বেগম ও তার দেবর সমছু মিয়া। আহত অবস্থায় তারা প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন বলে জানাগেছে। ডাকাতদল প্রবাসীর ঘরে থাকা স্বর্ণালংকার,নগদ টাকা, মোবাইলসেটসহ মালামাল লুঠ করে নিয়ে যায়। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানাগেছে।
প্রবাসীর স্ত্রী রুশনা বেগম জানান, শুক্রবার রাত প্রায় দেড়টার দিকে ৭/৮ জনের সংঘবদ্ধ ডাকাতদল ঘরের দরজা ভেঙে ঘরে ভিতরে প্রবেশ করে। এসময় ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারে সবাইকে জিম্মি করে ঘরের আলমিরায় থাকা ২০ ভরি স্বর্ণ, নগদ ২০ হাজার টাকা, ২টি মোবাইল সেটসহ মূল্যবান আসবাবপত্র নিয়ে নিয়ে যায়। এসময় ডাকাতদের হামলায় তিনি ও তার দেবর সমছু মিয়া আহত হন বলে তিনি জানান।
এব্যাপারে থানার ওসি রফিকুল হোসেন সাংবাদিক কে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করি। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।