আব্দুর রকিব : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সেনাবাহিনীর লকডাউন কার্যক্রম পরির্দশন করেন ১৩ ইষ্টবেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খন্দকার মেহদী আল মাহমুদ।
মঙ্গলবার সকাল ১১টায় শায়েস্তাগঞ্জের বিভিন্ন স্থানে লকডাউনে সেনা টহল দলের কার্যক্রম ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের নির্বাহী ম্যাজিষ্টেট রাজিব দাস পুরকায়স্থ, সেনাবাহিনীর শায়েস্তাগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত অফিসার ক্যাপ্টেন সাদি আফরোজ ও সেনা টহল দল।
লকডাউন বাস্তবায়নের পাশাপাশি আজও শায়েস্তাগঞ্জে হতদরিদ্র মানুষের মাঝে মানবিক ত্রান সহায়তা প্রদান করা হয়।