ডেস্ক : সারাদেশে নিবন্ধনহীন (রেজিস্ট্রেশনবিহীন) আর কোনো মোটরসাইকেল চলতে দেওয়া হবে না। আগামী ১৫ দিনের মধ্যে সব মোটরসাইকেলের নিবন্ধন অবশ্যই করিয়ে নিতে হবে।
এ সময়ের মধ্যে নিবন্ধন করতে ব্যর্থ হলে নিবন্ধনহীন মোটরসাইকেলের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান পরিচালনা করা হবে।
রোববার রাজধানীর পুলিশ সদর দফতরের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক এ. কে. এম. শহীদুল হক সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
তিনি বলেন, আগামী ৩ জুন থেকে সারাদেশে নিবন্ধনহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালানো হবে।
তিনি বলেন, দেশের মোট ৯০ শতাংশ মোটরসাইকেলই নিবন্ধনহীন। আমরা আর কোনো মোটরসাইকেল নিবন্ধনহীনভাবে চলতে দেবো না। ১৫ দিনের মধ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) নিবন্ধন করে দিতে ব্যর্থ হলে টাকা জমা দেওয়া রশিদের ফটোকপি সঙ্গে রাখতে হবে। শুধুমাত্র এ ক্ষেত্রেই আমরা ছাড় দেবো; অন্যথায় নয়।
তবে কী কারণে ১৫ দিনের মধ্যে নিবন্ধনহীন মোটরসাইকেলের নিবন্ধন করা বাধ্যতামূলক করা হচ্ছে, সে বিষয়ে পুলিশের মহাপরিদর্শক উল্লেখ করেননি।