নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পিকআপ ভর্তি চোরাই সেগুন কাঠের ফার্নিচারসহ গাড়ীর চালক মোঃ মহিউদ্দিনকে (২৬) আটক করেছে বনবিভাগ।
আটককৃত গাড়ী চালক মহিউদ্দিন পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আব্দুর নুরের ছেলে।
বৃহস্পতিবার সকালে গোপন সংবাদদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুর রহমানের নেতৃত্বে বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ির সহকারী কর্মকর্তা মো. আহমদ আলী ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের লস্করপুর রেলক্রসিং এ অভিযান চালান।
এ সময় চোরাই সেগুনকাঠ ভর্তি পিকআপ ও চালক কে আটক করেন।
শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ির সহকারী কর্মকর্তা মো. আহমদ আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, পিকআপ গাড়ীতে ত্রিপল দিয়ে ঢেকে কাঠগুলো ঢাকা থেকে চোরাই পথে সিলেট যাচ্ছিল। আমরা অভিযান চালিয়ে পিকআপ ভর্তি চোরাই কাঠ ও চালক কে আটক করি।
তিনি বলেন বনজদ্রব্য পরিবহন ও নিয়ন্ত্রণ বিধি মালা ২০১১ অমান্য করে এ ফার্নিচার পরিবহন করায় বন বিভাগ বন আইনে আটককৃত মহিউদ্দিন বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।