সৈয়দ সালিক আহমেদ : কোভিড-১৯ মোকাবেলায় সরকারী বিধি নিষেধ বাস্তবায়নের লক্ষে হবিগঞ্জ জেলায় কঠোর লকডাউনের ১ম দিনে সেনাবাহিনী এবং পুলিশের পাশাপাশি অব্যাহত ছিল মোবাইল কোর্ট। এসময় আইন অমান্য করায় ব্যক্তি ও প্রতিপ্রতিষ্ঠানকে কয়েকটি মামলা ও জরিমানা আদায় করা হয়।
শুক্রবার (২৩জুলাই) দিনব্যাপি সারা জেলায় এ মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় করা হয়েছে।
জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা যায়, ২৩জুলাই সমগ্র জেলায় বিকাল ৪টা পর্যন্ত ১০টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ৬৩ জন ব্যক্তিকে বিভিন্ন অপরাধে মোট ৩৩ হাজার ১০০শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া মোবাইল কোর্ট পরিচালনার সময় সেনাবাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা সহযোগিতা প্রদান করেন।