সৈয়দ সালিক আহমেদ : হবিগঞ্জ সদর উপজেলার ২টি ইউনিয়নের ৩টি মসজিদে ৯০হাজার টাকা অনুদান দিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম।
মঙ্গলবার (২৭ জুলাই) সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয় হতে স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গের হাতে এ টাকা হস্তান্তর করা হয়।
এসময় গ্রামীণ উন্নয়ন অবকাটামো বাজেট হতে লোকড়া ইউনিয়নের ২টি মসজিদ এবং তেঘরিয়া ইউনিয়নের ১টি মসজিদে মোট ৯০হাজার টাকা প্রদান করেন।
তিনি বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার স্কুল, কলেজ, মসজিদ মাদ্রাসাসহ সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রামকে শহরে রূপান্তরিত করার প্রয়াস চলছে, গ্রামে বসে মানুষ শহরের সুযোগ সুবিধা ভোগ করবে।