বাহার উদ্দিন, লাখাই থেকে : হবিগঞ্জের লাখাইয়ে করোনাভাইরাস লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী সমন্বয়ে প্রশাসনের টহল ও মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে।
শুক্রবার (৬ই অগাস্ট) উপজেলার বামৈ ও মোড়াকরি বাজারে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন করতে বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বয়ে টহল এবং মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমান আদালতে ৪ টি মামলায় ৪ জন ব্যক্তিকে মোট ২,৫০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় বাজারসমূহে লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে সবাইকে নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন।
জনস্বার্থে টহল ও মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।