নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে হাসপাতাল সড়কের একটি বাসা থেকে জুয়া খেলার সামগ্রীক সহ ৪ জুয়ারী কে আটক করেছে পুলিশ।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেবের নির্দেশে এসআই সনজীত চন্দ্র নাথ, এসআই (নিঃ) মোঃ মুখলেছুর রহমান সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার( ০৬ আগষ্ট) রাত্র অনুমান ০২.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতাল রোডে আব্দুল আজিজ বেনু মিয়া বাসায় এক দল পুলিশ অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায়
শায়েস্তাগঞ্জ উপজেলার শৈলজুড়া গ্রামের খেলু মিয়ার ছেলে মোঃ লিলু মিয়া (২৪), বানিয়াচং উপজেলার গুনই গ্রামের গ্রিরিন্দ্র পালের ছেলে কানু রুদ্রপাল (২৮), ব্রামনডোরা গ্রামের খলিল মিয়া ছেলে জালাল মিয়া (৩৫) ও নোয়াখালী জেলার সেনবাগ থানার বাদাকান্দি গ্রামের মোঃ ইয়াকুব আলী ছেলে মোঃ পলাশ মিয়া (২০) কে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা আটক করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার (ওসি) তদন্ত মোরশেদ কামাল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন শায়েস্তাগঞ্জ থানা এলাকায় চুরি ডাকাতি জুয়া মাদক এর বিরুদ্ধে পুলিশের অভিযানে অব্যাহত রয়েছে।
জুয়ারিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।