সৈয়দ সালিক আহমেদ : হবিগঞ্জ জেলার ৭৮টি ইউনিয়ন এবং ৬টি পৌসভার ৮৪টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে করোনা প্রতিষেধক গণটিকা কার্যক্রম চলছে।
৭ আগস্ট শনিবার সকালে গণটিকাদান কার্যক্রম শুরু করে হবিগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ।
আনুষ্ঠানিক ভাবে গণটিকা কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন হবিগঞ্জ ৩আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।
এদিকে জেলা সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমানের আলাপকালে তিনি জানান, গণটিকা কার্যক্রমের প্রথমদিনে ৫০ হাজার ৪০০ মানুষকে টিকা দেয়ার প্রস্তুতি আমরা নিয়েছি।
জেলার ৭৮টি ইউনিয়ন ও ৬টি পৌরসভায় ২৫২টি বুথে টিকা দেয়া হয়। প্রতিটি বুথে ২ জন ভ্যাক্সিনেটর ও ৩ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন।
তাছাড়া সরকারী বেসরকারী বিভিন্ন সংস্থা টিকাদান কার্যক্রমে সহায়তা প্রদান করছে।