সৈয়দ সালিক আহমেদ : হবিগঞ্জে গণটিকা কার্য়ক্রমের একদিনে জেলায় মোট ৪৭ হাজার ১ শত৩৬ জনকে করোনা প্রতিষেধক টিকা প্রদান করা হয়েছে। জেলায় ৭৮টি ইউনিয়ন এবং ৬টি পৌসভার ৮৪টি কেন্দ্রে একযোগে করোনা প্রতিষেধক গণটিকা প্রদান হয়।
৫০৪০০জনের লক্ষমাত্রার বিপরীতে দিনব্যাপি বৈরী আবহাওয়ার মাঝেও ৪৭১৩৬ জন সাধারণ মানুষ একদিনে টিকা গ্রহণ করছেন। শতকরা হারে ৯৩.৩৫%।
৭ আগস্ট শনিবার সকালে গণটিকাদান কার্যক্রম শুরু করে জেলা স্বাস্থ্য বিভাগ হবিগঞ্জ।
রাতে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোখলেছুর রহমান উজ্জল জানান, আজমিরীগঞ্জে ৩০০০জন, বাহুবল ৪১৯৭জন, লাখাই ৩৪৯৬জন, চুনারুঘাটে ৬৬৯৯জন, মাধবপুরে ৭৪৩০জন, নবীগঞ্জে ৭৭৯০জন , সদরে ৫৬৬১ এবং বানিয়াচংয়ে ৮৮৬৩ জন আজ টিকা প্রদান করা হয়।
জেলা সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমানের সাথে আলাপকালে তিনি জানিয়েছেন, গণটিকা কার্যক্রমের প্রথমদিনে ৫০ হাজার ৪০০ মানুষকে টিকা দেয়ার প্রস্তুতি আমরা নিয়েছিলাম।