জালাল উদ্দিন রুমি : শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রবিবার (৮ আগষ্ট) সকাল সাড়ে এগারোটা উপজেলার হলরুমে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯১ তম জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরানের পরিচালনায় উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রশীদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্রাহ্মণডুরা ইউপি চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ, নুরপুর ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়াসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ঠজনেরা।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে স্থানীয় দরিদ্র ও কর্ম সৃজনী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।