শিব্বির আহমদ আরজু, বানিয়াচং থেকে : বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯১তম জন্মদিন পালন করা হয়েছে।
রোববার সকাল ১০টায় জুমঅ্যাপের মাধ্যমে উপজেলা প্রশাসন এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
এ ছাড়া আরও অংশ গ্রহণ করেছেন, সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক, চেয়ারম্যান সামছুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, দৈনিক মানবজমিন প্রতিনিধি মখলিছ মিয়া, পল্লীবিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মামুন মোল্লা, পিআইও মলয় কুমার দাস, চেয়ারম্যান এরশাদ আলী, শিক্ষা কর্মকর্তা শফিকুল আলম সরকার ও সহকারি কর্মকর্তা হাসিবুল হকসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ।
আলোচনা সভা শেষে গরীব-অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।