এফ এম খন্দকার মায়া, হবিগঞ্জ : জেলার মহামারী করোনা প্রতিরোধে অক্সিজেন কনসেনট্রেটর সার্ভিস শুরু করতে যাচ্ছে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ,হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
রবিবার সকালে হবিগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র আতাউর রহমান সেলিম।
পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজীব চন্দ্র গোপের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর জাহীর উদ্দীন,গৌতম চন্দ্র রায়, শেখ সুমা জামান পরিষদের উপদেষ্টা শংখ শুভ্র রায়,কার্যনির্বাহী সদস্য দিবাকর পাল,রাজু বণিক সহ -সভাপতি শুভজিৎ দেব, সাব কমিটির(বিশিসপ) আহ্বায়ক ও যুগ্ম -সাধারণ সম্পাদক সৌমিত্র শেখর দাস,জুয়েল রায় সহ -সম্পাদক রামপ্রসাদ দাস, অজয় দাস।
এসময় উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক অলক গোপ, কোষাধ্যক্ষ নয়ন রায় ও সদস্য ধ্রুব পাল ও নিতেন্দ্র দাস প্রমূখ।
সংগঠনের নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা গেছে,বর্তমান সময়ে অক্সিজেন সিলিন্ডার রিফিল করতে লোকজনকে বিপাকে পরতে হচ্ছে সেজন্য তারা অক্সিজেন কনসেনট্রেটর নামক যন্ত্রটিকে বিকল্প হিসেবে চয়ন করেছে। পরিষদের নির্ধারিত ফরম পূরণ করে হবিগঞ্জ পৌরসভার যেকোনো বাসিন্দা কনসেনট্রেটর ব্যবহার করতে পারবে।
পরিষদের সভাপতি,সাধারণ সম্পাদক জানান যে আপাতত যন্ত্রটি আমাদের কাছে নতুন বলে আমরা প্রাথমিকভাবে ও স্বল্প পরিসরে কার্যক্রম শুরু করতে যাচ্ছি।তবে সুফল হলে ও চাহিদার ভিত্তিতে সেবার বিস্তার ঘটাতে আমরা চেষ্টা করব।উল্লেখ্য বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, হবিগঞ্জ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক নিয়ে কাজ করে থাকে।