নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন পুলিশ সুপার এসএম মুরাদ আলী
১৫ আগস্ট উপলক্ষে, পুলিশ হবে জনতার’ ও ‘সবুজ বৃক্ষ নির্মল পরিবেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শ্লোগান নিয়ে হবিগঞ্জ জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
পুলিশ সুপার হবিগঞ্জ এর কার্যালয়ে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সামাজিক বনায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.বেনজীর আহমেদ বিপিএম(বার), মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ,বাংলাদেশ ও প্রধান উপদেষ্টা, পুনাক,পরবর্তীতে হবিগঞ্জ পুলিশ লাইনের জনাব এস এম মুরাদ আলী, পুলিশ সুপার ও মিসেস তাহেরা রহমান, পুনাক সভানেত্রী সহ সকলের উপস্থিতিতে সামাজিক বনায়ন কর্মসূচি’র লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফল গাছ সহ নানা রকমের গাছ রোপন করা হয়।
দুপুরে ( ১১আগস্ট ) হবিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন হবিগঞ্জ পুলিশ সুপার এসএম মুরাদ আলী।
পুলিশ সুপার তার উদ্বোধনী বক্তৃতায় বলেন, জেলা সকল পুলিশ সদস্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন পুলিশের শৈলেন চাকমা , মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ( বানিয়াচং সার্কেল) জনাব পলাশ রন্জন দে , হবিগঞ্জ জেলা শাখা ডিবি পুলিশ সদস্য, হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মাসুক আলী সহ পুলিশ সদস্য বৃন্দ।
এসময় অনুষ্ঠানে এএসপি, ওসিসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকতা এবং সৈনিকগণ উপস্থিত ছিলেন।