মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জ মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের মরা কাষ্টি নদীর পার্শ্ববর্তী মাল্লা-ধনকুড়া বন্দ হাওড়ে পাশে কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি (ড্রেজার) মালিককে দুই লাখ টাকা জরিমানা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন।
উপর আরেকটি মাধবপুর পৌরসভার শিবপুরে ফসলি জমি থেকে বিপণনের উদ্দেশ্যে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি ও বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন। ১১আগষ্ট বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন ও সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, মাধবপুর উপজেলা বুল্লা ইউনিয়নের মরা কাষ্টি নদীর পার্শ্ববর্তী মাল্লা-ধনকুড়া বন্দ হাওড়ে পাশে এলাকা থেকে ড্রেজার মেশিন দিয়ে ধনকুড়া ও পৌরসভার শিবপুরে ফসলি জমি থেকে বিপণনের উদ্দেশ্যে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি ও বালু উত্তোলন করছে কয়েক ব্যক্তি ও বালু তুলে বিক্রি করে আসছিলেন।
এলাকার লোকজন বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান। অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার বিকেলে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন মাধবপুর উপজেলার মাল্লা-ধনকুড়া বন্দ হাওড়ে ও পৌরসভার শিবপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে বালু তোলার কাজে ড্রেজার মেশিন দুই মালিকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন জানান, এলাকাবাসীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে এই অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে বালু উত্তোলন দায়ে অভিযুক্ত দুই ড্রেজার মেশিন মালিককে দুই লাখ পঞ্চাশ টাকা জরিমানা করা হয়। এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।