নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে শায়েস্তাগঞ্জ থানাপুলিশ।
শুক্রবার (১৩ আগষ্ট) সকাল পৌনে আটটায় শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেবের নির্দেশে এস আই সনজিত চন্দ্র নাথের নেতৃত্বে একদল থানা পুলিশ নসরতপুর রেলক্রসিং এলাকায় চেকপোস্ট বসিয়ে দুই মোটরসাইকেল চোরকে আটক করে।
আটককৃত আসামীরা হলেন হবিগঞ্জ পৌরসভার অনন্তপুরের ইয়াছিন উল্লার ছেলে লাদেন মিয়া(২১) ও উমেদনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে রহিম মিয়া(২০)।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, চোরাকৃত মোটরসাইকেলের বিষয়ে হবিগঞ্জ সদর থানায় অভিযোগ থাকায় জব্দ তালিকামুলে আসামি ও চোরাই মোটরসাইকেল হবিগঞ্জ সদর থানায় প্রেরণ করা হয়েছে।