হৃদয় এস এম শাহ্-আলম : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় রবিবার ১৫ই আগষ্ট মাধবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এবং সেই সঙ্গে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে উপজেলার বিভিন্ন স্থানে নানান রকমের বৃক্ষ রোপন করা হয়েছে ও অনেকের মাঝে বৃক্ষ বিতরণ করাও হয়েছে।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকলের নিকট ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপজেলা কমপ্লেক্স এর সামনে বঙ্গবন্ধুর স্মৃতি নির্মাণের পাশে দাড়িয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভূমি সহকারী সহ বিভিন্ন কর্মরত অফিসার গণদের পক্ষ থেকে ফুল দিয়ে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবসের বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা প্রশাসন।
উল্লেখীত শোক দিবস পালন এবং বৃক্ষ রোপন ও বিতরণ কর্যক্রম কালে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন,মেয়র মোঃ হাবিবুর রহমান মানিক, উপজেলা ভূমি সহকারী মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ এ এম এইস ইশতিয়াক আল মামুন,উপজেলা আমার বাড়ি আমার খামারের অফিসার মোঃ মুনসুর আলী সহ আনসার বাহিনী গণ প্রমুখ।